প্রতিষ্ঠানের ইতিহাস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিদহ জুনিয়র হাই স্কুলটি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সাবেক ১নং দুর্গাপুর ইউনিয়ন বর্তমানে গোহালিয়া বাড়ি ইউনিয়নের প্রত্যন্ত চর অঞ্চলে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। মরহুম জনাব মোকছেদ আলী সরকার (দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন) অত্র এলাকার মানুষের কথা বিবেচনা করে তিনি একটি হাই স্কুল প্রতিষ্ঠার চিন্তা করেন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করে ১৯৬৯ সালে তার নিজ বাড়ির সম্মুখে মাজম আলী সরকারের দানকৃত সম্পত্তির উপর জিদহ জুনিয়র স্কুলটি প্রতিষ্ঠা করেন তখন থেকেই স্কুলের পাঠদান শুরু হয়। স্কুলের শিক্ষকদের বেতন ভাতা সিংহভাগ নিজে ও গ্রামের ময় মুরুব্বী আত্মীয়-স্বজন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্কুলের ব্যয় নির্বাহ করতেন জিদহ গ্রামটি ছোট হইলেও শিক্ষিতের হার ছিল আশপাশের গ্রামের চেয়েও অনেক বেশি। পরবর্তীতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কিছু দুষ্কৃতির হাতে মৃত্যুবরণ করেন মরহুম মোকসেদ আলী সরকার অত্র এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকও ছিলেন তার পরিবারের আত্মীয়, ভাতিজ, নাতি অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে ১৯৮৪ সালে স্কুলটি এমপিও ভুক্ত হয় আজ অবধি তাহা আছেন এবং বর্তমানে স্কুলটি প্রতিষ্ঠাতা জনাব মরহুম মোকসেদ আলী সরকারের পরিবারের নিয়ন্ত্রণ করে আসছেন স্কুলের দুর্দিনে তার ছেলেরা ও তাদের বংশের লোকজনই স্কুলকে যথাযথভাবে সংরক্ষণ করে আসছেন সর্বশেষ স্কুলের সভাপতি মরহুম মোকসেদ আলী সরকারের পুত্র জনাব মোহাম্মদ আবু কাওসার ছিলেন।
সভাপতির বাণী

সভাপতির বাণী
জিদহ জুনিয়র হাই স্কুল
জ্ঞানই শক্তি, শিক্ষা তার মূলভিত্তি। একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে প্রয়োজন সুশিক্ষিত মানবসম্পদ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে জিদাহ জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে চলেছে। একজন সভাপতি হিসেবে আমি গর্বিত যে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি শেখাতে অগ্রণী ভূমিকা পালন করছে।
আমরা চাই—আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক। এজন্য প্রয়োজন সময়োপযোগী শিক্ষা, দক্ষ শিক্ষক ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা। আমি কৃতজ্ঞ আমাদের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সকল সদস্যদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমাদের স্কুল একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
জিদহ জুনিয়র হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে এর আরও উন্নতির জন্য সকলের সহযোগিতা কাম্য।
শুভেচ্ছান্তে,
সভাপতি
জিদহ জুনিয়র হাই স্কুল
প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী
জিদহ জুনিয়র হাই স্কুল
শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়। একজন প্রধান শিক্ষক হিসেবে আমি গর্বিত যে, জিদাহ জুনিয়র হাই স্কুল তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের জ্ঞানার্জন, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে অবিচল রয়েছে। আমাদের উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি—প্রতিটি শিক্ষার্থী এক একটি সম্ভাবনার প্রতীক। উপযুক্ত পরিবেশ, যত্নবান শিক্ষকতা ও সুষ্ঠু দিকনির্দেশনা পেলে তারা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে সক্ষম। আমাদের স্কুলে সৃজনশীল পাঠদান, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।
শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় জিদাহ জুনিয়র হাই স্কুল এগিয়ে যাবে আরও অনেক দূর। আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের নিরন্তর সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।
মো: আরিফ হোসেন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জিদহ জুনিয়র হাই স্কুল